1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো ব্যর্থ জাতিসংঘ

রিয়াজুল ইসলাম৪ জানুয়ারি ২০০৯

গাজায় অব্যাহত ইসরায়েলী হামলা ও সর্বশেষ সেনা অভিযান শুরুর পর সেখানে একটি যুদ্ধ বিরতির বিষয়টি ক্রমেই জোরালো হয়ে উঠছে৷ তবে এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারছে না জাতিসংঘ৷

https://p.dw.com/p/GRsn
গাজা পরিস্থিতি নিয়ে কেবল বৈঠক করে যাচ্ছে জাতিসংঘ, ফল মিলছে নাছবি: Samir Huseinovic

গাজায় ইসরায়েলী সেনা অভিযান শুরুর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরী বৈঠক রোববার শেষ হয়েছে কোন সিদ্ধান্ত ছাড়াই৷ মূলত যুক্তরাষ্ট্রের বাধার কারণেই যুদ্ধ বিরতির ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় নিরাপত্তা পরিষদ৷ জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদুত আলেসান্দ্রো উলফ বলেছেন, ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে কোন আপোষ সম্ভব নয়৷ তিনি বলেছেন, আমরা ইসরায়েল এবং হামাসের কার্যকলাপকে একভাবে দেখতে চাইনা৷ আমরা অনেকবারই ইসরায়েলের ওপর হামাসের হামলার ব্যাপারে কথা বলেছি৷ জাতিসংঘ সনদ অনুযায়ী সকল সদস্য রাষ্ট্রের নিজেকে রক্ষার অধিকার রয়েছে৷ এবং ইসরায়েলের নিজস্ব নিরাপত্তার বিষয়টি আপোষের বিষয় নয়৷

Opfer Gaza Angriff Israel
প্রয়োজনীয় ওষুধপত্রের অভাবে চিকিৎসা পাচ্ছে না আহত শিশুরাছবি: AP

আন্তর্জাতিক মহলের তৎপরতা

এদিকে জাতিসংঘের ব্যর্থতা সত্বেও থেমে নেই আন্তর্জাতিক মহল৷ ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইতিমধ্যে অবিলম্বে ইসরায়েলকে তার অভিযান বন্ধের জন্য আহবান জানানো হয়েছে৷ ইইউর বিদেশ বিষয়ক কমিশনার বেনিটা ফেরেরো ওয়াল্ডনার বলেছেন, গাজায় যে সহিংসতা চলছে তা অবশ্যই বন্ধ করতে হবে৷ বর্তমান পরিস্থিতিতে আমরা খুবই উদ্বিগ্ন৷ গাজা পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য ইইউর একটি প্রতিনিধি দল মধ্যপ্রাচ্য সফর করছে৷ চেক প্রজাতন্ত্রের নেতৃত্বে এ প্রতিনিধি দলের পক্ষ থেকে গাজায় হামলা বন্ধের আহবান জানানো হয়েছে৷ এদিকে আরব লীগের প্রধান আমর মুসা গাজার ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় জাতিসংঘের সমালোচনা করেছেন৷ তিনি বলেছেন, অবশ্যই হামলা বন্ধ করতে হবে৷ এবং সত্যিকার অর্থেই শান্তি স্থাপনের একটি রাস্তা বের করতে হবে৷ কেবল আলোচনার জন্য আলোচনা নয়৷ বর্তমান সময় খুবই সংকটপূর্ণ৷ আগ্রাসন বন্ধ করা এবং প্যালেস্টাইনীদের ঐক্যবদ্ধ করা৷

Australien Proteste gegen die israelische Gaza Offensive
ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছে নানা দেশেছবি: AP

প্যালেস্টাইনের একতা এবং দেশে দেশে প্রতিবাদ

এদিকে হামাসের পলিটবুরো সদস্য মোহাম্মদ নাজাল এক সাক্ষাতকারে ইসরায়েলী হামলা প্রতিরোধে প্যালেস্টাইনের সকল পক্ষের মধ্যে সংলাপ শুরু করার আহবান জানিয়েছেন৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ইসরায়েলি হামলাকে বিপজ্জনক বলে অভিহিত করেছেন৷ ইসরায়েলের স্থল অভিযানের নিন্দা জানিয়েছে ভারত৷

অপরদিকে গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে৷ রোববার তুরস্কের ইস্তান্বুলে কয়েক লাখ লোক বিক্ষোভ করেছে৷ লন্ডনে বিক্ষোভ করেছে ১০ হাজার লোক৷ ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেয় কমপক্ষে ২১ হাজার লোক৷ তারা প্যালেস্টাইনে ইসরায়েলী হামলার নিন্দা জানায়৷ জার্মানীর বার্লিনে অনুষ্ঠিত সমাবেশ থেকে অবিলম্বে ইসরাইলী হামলা বন্ধের দাবি জানানো হয়৷ এদিকে পশ্চিম তীরে বিক্ষোভ করার সময় ইসরায়েলী সেনার গুলিতে নিহত হয়েছে একজন প্যালেস্টাইনি নাগরিক৷